জীব‌নের ক্লান্ত সময়, নিরব‌ধি ব‌য়ে যায়
হ‌য়ে গে‌ছি নির্বাক বৃক্ষ,
রাতজাগা তারা‌দের মত জ্ব‌লে
সার্বজ‌নিন ম‌নের বেদন।


অসুস্থ আমা‌কে সুস্থ কর‌তে
জড়া‌বে কি তোমার  জীবন,
যার মাঁয়াজা‌লে ভুল‌বো বাস্তবতা
যার ভিতর গড়বো আমার কবর।


শুন্যতা‌কে উ‌ড়ি‌য়ে হ‌বো বাঁধনহারা
কর‌বে আদর কর‌বে শাসন,
আমার আত্মা‌কে ছুঁ‌য়ে বল‌বে
তোমার সা‌থে কাটা‌বো সারা জীবন।