জীবনটা আকা‌শের মত ঠাঁয় দা‌ড়ি‌য়ে
হি‌সে‌বের তারাগু‌লো খ‌সে প‌ড়ে,
প‌তিত‌দের নি‌য়ে আকাশ দুঃখ ক‌রেনা
ক্ষয় শুধু হয় মনুষ্য জীব‌নে।


আকাশ রঙ নি‌য়ে খে‌লে
বদলায় প্র‌তি অমাবস্যা পূ‌র্ণিমা‌তে,
জীব‌নের পাতায় আ‌লো ক্ষণস্থায়ী
ধ্বংশ অ‌নিবার্য য‌দি পায় অন্ধকা‌রে।


আকাশ স্থায়ী, জীবন ক্ষণস্থায়ী
তাই বু‌ঝি সে বদলায়,
নানা ঘাত প্র‌তিঘা‌তে
জীবন শুধু হে‌রে যায়।