একটা স্বপ্ন প্রায়ই জীবনটা‌কে ভাবায়
কা‌রো জন্য অ‌পেক্ষায় কাট‌ছে সময়,
কোন এক অপ্স‌রি‌কে নি‌য়ে দেখ‌বো
নীল আকাশ, নদীর ঢেউ ষোড়‌শি উচ্ছলতায়।


জৈ‌ষ্ঠের খরতা‌পে উতপ্ত দেহ
শীতল হ‌বে কা‌রো কোমল ছোঁয়ায়,
বর্ষাকা‌লে কা‌রো হাত ধ‌রে ভিজ‌বো
সুখের পরশ পা‌বো তুমুল বা‌রিধারায়।


সাদা মে‌ঘের পা‌লে শুভ্র সা‌জে রঙধনু
সাতরঙ যেন তাঁর হা‌সি‌তে ছড়ায়,
প্র‌তিটা মুহুর্ত, ক্ষণ-অণুক্ষণ কে‌টে যা‌বে
তাঁর রু‌পের মোহময় মাদকতায়।


অ‌পেক্ষার প্রহর দীর্ঘ থে‌কে দীর্ঘতর
ঢেউ‌য়ের গ‌তি‌তে নির‌বে সময় চ‌লে যায়,
স্বপ্নগু‌লো দিন দিন ফ্যাকা‌শে বিবর্ণ
পৃ‌থিবী স্তব্ধ, আর ক‌বি মৃত্যুর অ‌পেক্ষায়।