ভাবনার আকা‌শে দু‌র্যো‌গের ঘনঘটা
ম্লান থে‌কে ম্লানতর ছু‌টে চলার আ‌দিম বাসনা,
হৃদ‌য়ের চাওয়া গু‌লো অতৃ‌প্তির হি‌সে‌বে ব্যস্ত
সুর, তাল, ছন্দ নেই,
জীব‌নের মত রসহীন হ‌য় ক‌বিতা।


আত্মার বি‌নিময় এখন ব্যবসা‌য়িক নিয়‌মে হয়
নিরব বিপ্লব অসহায় অ‌র্থের কা‌ছে
ভা‌লোবাসা সেথায় করুনা,
স্বপ্নরা দিগন্তে ছু‌টে বেড়ায় নিরাশায়
কথার ছলা কৌশ‌লে হন্তারক রুপসী ললনা।


চাওয়া পাওয়ার হি‌সে‌বে অপ্রা‌প্তি জয়ী
কিছু‌তেই তোমার মন গ‌লেনা,
থম‌কে গে‌ছে পৃ‌থিবী,
অসহায় আত্মসর্মপন বি‌বে‌কের কা‌ছে
সেঁ তো আমায় ভা‌লোবা‌সে না।