পৃ‌থিবী সম‌য়ের আব‌র্তে ঘুরপাক খা‌চ্ছে
আ‌মি ও ঘুর‌ছি,
বৃ‌ষ্টি দেখ‌বো, জোছনা দেখ‌বো,
রুপা‌লি আ‌লো‌তে সাঁতার কাট‌বো কা‌রো সা‌থে,
সবই স্ব‌প্ন হ‌য়ে রয়, বাস্ত‌বে দেয়না ধরা।


বৃ‌ষ্টি‌কে কখ‌নো দোষা‌রোপ ক‌রি না,
সে ভা‌লো‌বাসার কোমল ছোঁয়ায় সিক্ত ক‌রে আমায়।
চাঁদের সা‌থে কখ‌নো ম‌নো মা‌লিন্য হয়‌নি,
পথে আ‌লোর ঝঙ্কার দি‌য়ে রে‌খে‌ছে অনবরত,
যা‌তে তোমা‌কে দেখ‌তে হয় সু‌বিধা।


স্রষ্টা কিছুই দেয়‌নি আমা‌কে,
মনুষত্ব না ভা‌লোবাসার মানুষ,
দি‌য়ে‌ছে অভাগার নিয়‌তি, পোড়া কপাল।
চাইলাম তা‌কে ছি‌নি‌য়ে নি‌লো,
মৃত্যু চাই, তাও দি‌বে না,
মহাপা‌পি হ‌বো, কর‌লে আত্মহত্যা।