ভাবনার আকা‌শে স্ব‌প্নীল র‌ঙিন ঘু‌ড়ি উ‌ড়ে,
বেদনা গু‌লো হা‌রি‌য়ে গে‌ছে শীতলক্ষা পা‌ড়ে।
বাদল দি‌নের পাগল করা হাওয়ায়,
মন আমার লাল নীল স্বপ্ন আ‌কেঁ।
আজ আমার প্রিয়দ‌র্শিনী আস‌বে ব‌লে।


আকাশের সাদা মেঘমালা থম‌কে আ‌ছে,
ঝ‌রে পর‌বে না সে ফু‌লেল বৃষ্টির বর্ষ‌ণে।
পাখিরা গাই‌ছে গান কি‌চির-‌মি‌চির সু‌রে
ফু‌লে ফু‌লে প্রজাপ‌তি নাচ‌ছে ডানা মে‌লে।
আজ আমার মনহর‌ণি আস‌বে ব‌লে।


বৈশাখ নিস্তব্দ, শান্ত তার রুদ্রমু‌র্তি ছে‌ড়ে,
পু‌র্ণিমা তার সকল আ‌লো রে‌খে‌ছে ধ‌রে।
সময় স্থির হ‌য়ে এক জায়গায় দা‌ড়ি‌য়ে,
সমগ্র সৃ‌ষ্টি যেন না‌চে আগম‌নি উৎস‌বে।
আজ আমার আত্মার আত্মীয় আস‌বে ব‌লে।