কত রজনী বি‌নিদ্র কে‌টে‌ছে,
তোমার পত্র পাওয়ার আশায়।।


কেমন কা‌টে তোমার সকাল-দুপুর,
জান‌তে বেকুল র‌ক্তের শিরা-উপ‌শিরায়।
বিষন্ন হ‌য়ে কাটাও কি দিন,
উদাস কি থা‌কো বি‌কেল বেলায়।
কোন সুরটা বা‌জে তোমার ম‌নে,
কোন স্মৃ‌তি প্রে‌মের বা‌নে ভাসায়।


খাম‌খেয়া‌লি‌তে হঠাৎ ক‌রে,
হা‌সি কি আ‌সে কা‌রো চিন্তায়।
কা‌রো অভাব কি অনুভুত হয়,
বিবসনা রা‌ত্রি বেলায়।
আমায় ছাড়া কেমন আ‌ছো,
ভা‌বি একা নিরালায়।


হৃদ‌য়ের দরজা খু‌লে স্বপ্ন আঁকি,
তোমার পত্র পাওয়ার আশায়।।