রঙহীন উৎস‌বে নেই আনন্দের আ‌মেজ,
তী‌র্থে তী‌র্থে ঘু‌রে পু‌ন্যের দেখা মি‌লেনা।
বন্দ‌রে বন্দ‌রে নেই  পথ ভুলার আনন্দ,
স্বপ্ন বিক্রি ক‌রে না আর সেই ফে‌রিওয়ালা।।


আ‌লোর বঞ্চনায় প্রে‌মিকার আস্ফালন,
বাৎস‌রিক আসর অপুর্ণতায় দেয় বাসর যন্ত্রনা।
আধাঁর কা‌লো আলো‌কিত অহঙ্কা‌রি চাঁদে,
জীর্ণ শীর্ণ স্বপ্ন আত‌ঙ্কে দো‌লে নাগর দোলা।।


সবু‌জ মা‌ঠ চৌ‌চির মমতার ছাঁয়া ভু‌লে,
রঙধনু‌তে নেই অমৃত ভা‌লোবাসার সুধা।
প্রিয় অ‌প্রিয়তায় নেই  পাওয়ার আকাঙ্খা,
তু‌মি নেই তাই  হৃদয়জু‌ড়ে বিরাজমান বিষন্নতা।।