জীবন নি‌য়ে খেলা অভ্যাস হ‌য়ে গে‌ছে প্র‌তি‌নিয়ত,
মন সেখা‌নে দ্বাদশ খে‌লোয়াড়,
আস্তাকুঁড়ে নি‌ক্ষিপ্ত অপা‌ঙ্ক‌তেয় ভালবাসা।


বারুদ যৌবন বে‌হি‌সে‌বি খেলায় ধ্বংস,
অঙ্গা‌রে জল দে‌বে কে?
শরী‌রের পর‌তে পর‌তে মরন জ্বালা।


বাতা‌সে শত্রুতার ঘ্রাণ বিষাক্ত রু‌পে,
মরন ব্যা‌ধিতে ক্ষয় ধী‌রে ধী‌রে,
ভাঙা গড়ার খেলায় মন অনন্যা।


কখ‌নো হাসির ছ‌লে, কখ‌নো কান্নার ছ‌লে,
ম‌নে রাখা‌তে আনন্দ আবার ভুল‌তেও,
ক্ষতে পু‌ষে রে‌খে‌ছি যুদ্ধ জ‌য়ের নেশা।


প্রে‌মের পরম সু‌ত্র সংশয়ে জর্জ‌ড়িত,
কি মালা দি‌বে বিদা‌য়ি সন্ধ্যায়,
খেল‌তে খেল‌তে পার হ‌লো বেলা অ‌বেলা।