পৃ‌থিবী নিকষ কা‌লো অন্ধকা‌রে আচ্ছন্ন,
পু‌র্ণিমার আ‌লোর ছঁটা নেই আকাশ জু‌ড়ে।
বাতাস গ‌তিপথ বদ‌লে দি‌য়ে‌ছে,
অজানা কোন ভুলে।
তু‌মি যে আমায় ভা‌লোবা‌সো না।।


বাগা‌নের ফুল ফুট‌বেনা আর,
মৌ‌মিতা ব্যস্ত হ‌বে না মধু আহরনে।
নদী ঢেউ‌য়ের গর্জ‌নে ডাক‌বে না,
হৃদ‌য়ে ঝড় উঠ‌বে না নীল র‌ঙে।
তু‌মি যে আমায় ম‌নে রা‌খো না।।


পা‌খিদের নি‌ড়ে ফেরার নেই তাড়া,
মমতার আস্বাদন গেছে ভু‌লে।
সবু‌জের সমা‌রো‌হে বিষা‌দের ছাঁয়া,
নীরবতা বিরাজ কর‌ছে ব‌নে।
তু‌মি কেন আমার ম‌ন ছুঁ‌য়ে দাও না।।