১. দ্বিধা
-
দেহ গেলে কি ক্ষতি,
মন গেলে অশান্তি।
দেহ ছাড়া থাকে প্রাণ পাখি,
মন ছাড়া কি ভাল থাকি?


২. মিলন
-
দেহের গন্ধ সিক্ত দেহে,
একাদশীর লগ্নে প্রিয়দর্শিনী।
আনন্দে আত্মহারা নীল তারা,
মেঘ রোদ্দুরে লেখা পাণ্ডুলিপী।


৩. প্রিয়তমেসু
-
তুমি আমার ভাগ্য,
বিধাতার দেয়া বর।
তোমার ভালবাসার অক্সিজেনে,
চলে আমার শ্বাস।