মৃত্যু আমাকে ছোঁয়,
যখন হয় গভীর রজনী।
কাউকে পাওয়ার নেশায়,
প্রতিনিয়ত আমার আমাকে-
ভাঙি, গড়ি।


জ্বলন্ত আত্মা ভস্মিভুত হয়,
জগত পরিভ্রমন শেষে নিঃস্ব জীবন শক্তি।
বাতাস বন্ধ তাপে শেষ প্রসারিত দীর্ঘশ্বাস,
হয়নি দেখা বালিকার তীর্যক চাহনি।


সর্বনাশা অতীত স্থবির ভবিষৎ,
উচ্ছল নদীর মত যৌবন, নির্বাক ছায়াছবি।
সর্বনাশা প্রহর জীবন থেকে দুরে যাচ্ছে,
শুন্য বাসরে প্রতারিত; দুনিয়া বলছে কলঙ্কিনি।


তোমার কি নেশা জাগে না?
দেখার জন্য উদগ্রিব আগ্নেয়গিরি।
মৃত্যু কি শুধু আমাকে নিয়ে খেলে?
তুমিও কি জ্বলো আমার জ্বালায় দিবা-নিশি।