পৌ‌ষের শেষ প্রহ‌রে,
চা‌রি‌দি‌কে ঘন কুয়াশা।
আলো-আঁধা‌রির খেলা‌তে,
প্রকট হয় স্ব‌র্গের কান্তা।


স‌তেজ দূর্বা ঘা‌সে,
‌মনহরি‌ণীর প‌রে‌ছে ছাঁয়া।
মু‌ক্তো দানা শি‌শির যেন,
উৎস‌বে রাঙা দিগন্ত নী‌লিমা।


কনক‌নে হি‌মেল পরশ,
চা‌রি‌দিক ঘ্রা‌ণে মা‌তোয়ারা।
সু‌র্যের আ‌লোর ঝলকা‌নি‌তে,
‌মি‌লি‌য়ে গেল স্বপ্ন কান্তা।