চৈতালি স‌মির‌নে, সৃষ্টির বেরসিক নিয়মে, ‌
ষোড়‌শির দুরন্তপনা; উচ্ছল চঞ্চলতা,
হয়নি দেখা নিয়তির নির্মম পরিহাসে।


কণ্ঠের যাদুকরি সুর শোনার অপেক্ষায়,
কেটেছে বেলা; কেউ দেখেনি, আলো, আধাঁর,
যন্ত্রনার কারিগরেরা নতুন জাল বুনে।


সব আলোর পেছনে অন্ধকার অতীত থাকে,
কালো অমানিসারা আলোকিত রাস্তা দেখায়;
সাধুর জীবন ধ্বংশ হয় শুভ্রতার খোঁজে।


নিশি রঙহীন; জীবন বিধাতার লীলা খেলা,
একটা শরীর এর উপর এতো অত্যাচার!
প্রেমিকের সাজা কি হয় কখনো বিনা অপরাধে!