আন্দোলনের শহরে ১৪৪ ধারা চলছে,
অথচ সর্বত্র নিরব মিছিল;
বুলেট ছাড়াই শবদেহের আর্তনাদ।


নিষিদ্ধ করা হয়েছে জৈবিক চাহিদা,
অথচ কারো ভ্রুক্ষেপ নেই;
আশার বাণীতে নৃ-গোষ্ঠি ধ্বংস।


আলোর জোয়ারে চলছে দুর্ভিক্ষ,
দেখেও না দেখার ছলে রাজাধি-রাজ;
মোসাহেবি আচরনে ব্যার্থ বিপ্লব।


জ্ঞানবান না জেনে জ্ঞানী,
বিদ্যান বইয়ে নয়, সার্টিফিকেটে;
দলিতদের নিভু নিভু আশার প্রদীপ।


চলছে কিস্তি যেমন খুশি,
দেখে শুনে অন্ধ; মুখ বন্ধ,
ফেরিওয়ালা বেঁচে আজ নীতি আদর্শ।


স্বপ্নরা একে একে মরে শেষ,
কেউ নেই; আলোর দ্বীপ জ্বালবে,
মানবতা ডুকরে কাঁদে; হবে হয়তো প্রতিবাদ।