পিতা শুধু জানে বিনা প্রতিদানে
দিতে সবকিছু বিলিয়ে
অভাবের জন্যে হয়ে থাকে হন্যে
যোগফল যায় মিলিয়ে।
থেকেছো সদয়ে রয়েছো হৃদয়ে
ছায়া রূপে দিতে ভরসা
নিজের চেষ্টায় অভুক্ত তেষ্টায়
প্রেরণা দিয়েছো সহসা।
রেখেছো বিশ্বাস দিয়েছো আশ্বাস
আবদার রক্ষা করতে
পিতা শুধু পারে থেকে অনাহারে
সংসারের হাল ধরতে।
বাবা করে যায় সাধ্য সাধনায়
ঘর সংসারের কল্যাণ
জুড়ে থেকো তুমি হৃদয়ের ভূমি
আমাদের মাঝে অম্লান।
নহে দুর্নিরোধ্য আপনার সাধ্য
হাল ধরে থেকে সংসারে
সবার চাওয়া হলো কি পাওয়া
হিসাব মিলে না পসারে।
হিসেবের কড়ি নয় ছড়াছড়ি
পাই পাই মিলতে হবে
শত অনটনে বাবা বুঝি জানে
প্রয়োজন মিটবে কবে।