থাকিয়া থাকিয়া নীরবে কাঁদিয়া
      ডেকে যাই বারে বার
            অসীম সৃষ্টিতে
      তোমার দৃষ্টিতে
দূরে নহে কিছু আর।

মহিমা  কীর্তন  তুমি  চিরন্তন
      প্রার্থনা তোমার জন্য
            আপন বর্তন
      করেছি কর্তন
কাঙাল নিতান্ত দৈন্য।

মানষ মন্দিরে রাখিয়া তোমারে
      নিবিড় স্তুতি একান্তে
            নিরংশু বেগানা
      অভেদ্য মার্জনা
জীবনের দ্বার প্রান্তে।

অচর  জীবনে  আদিষ্ট  ভুবনে
      অশিষ্ট আচারে ব্যস্ত
            নৈতিক নৈষ্ঠিক
      নৈগুণ্যে বেঠিক
পাপে মন্ডিত সমস্ত।

ক্ষমাশীল ক্ষমী প্রিয় অন্তর্যামী
      ক্ষমার্হ তব দুয়ারে
            নিষ্কৃতি প্রার্থনা
      নিশ্ছিদ্র কামনা
নিস্তার চাহি বিচারে।