যে কথাটি বলা আজো হয়নি তোমায়
      কথাটি বলার বুঝি হয়েছে সময়,
            যদি ভুল কিছু হয়
      নির্জনে করো নির্ণয়,
রেখে দিয়ো দয়া করে তোমার ক্ষমায়।

জীবনের ভালো লাগা কিছুটা সময়
      মন খুলে কাছে এসে দিয়েছ আমায়,
            পেয়েছি কাছে প্রতুল
      কথায় ছিলে চটুল,
পার হলো কতো দিন বলার আশায়।

কাছে থাকা দোলা লাগা দিনগুলো আজ
      ক্ষণে ক্ষণে মনে পড়ে করি যত কাজ,
            হাজার কাজের মাঝে
      মনের বীণায় বাজে,
বলতে পারিনি আগে মনে ছিল লাজ।

হেসে খেলে কেটে যেত হাত রেখে হাতে
      সময়ের পরিসরে কতো দিন রাতে,
            কর্ম ব্যস্ততার ভিড়ে
      লাজের শৃঙ্খল ছিঁড়ে,
হয়নি বলা তখন যবে ছিলে সাথে।

বলা হবে কি-না জানি না আর এখন
      অপ্রার্থিত মনে করে যখন তখন,
            যদি যেতে হয় ফিরে
      পারিপার্শিকতা ঘিরে,
রেখে যাব ছোট করে মনের লিখন।