ভেবে তারে মন ভরে  দেশটি আমার
দেখি খুঁজে চোখ বুজে সোনার বাংলার।
গুন  গানে  আহামরি  গরিমা  সবার
মন শুধু পড়ে থাকে সেখানে যাবার।

বাতাসের গায়ে ভেসে মন উড়ে যায়
তুলতুলে সাদা সাদা মেঘের ভেলায়।
দূর  হতে  ইশারাতে   হাতছানি  দেয়
সোনার বাংলা আমার কত মায়াময়।

ভুলে থাকে  মন  প্রাণ  এই  ভাবনায়
দেশবাসী  ভালবাসি   দেশের  মায়ায়।
পরিযায়ী পাখি  এসে  কুশল  জানায়
পরম  আনন্দ  সেই   আতিথিয়তায়।

চোখ বুঁজে তারে ভেবে কতো লাগে ভালো
আঁধারের বুক চিরে জোনাকির আলো।
প্রাণে থাকা দেশটিরে ধিকি ধিকি জ্বালো
সবুজে মোড়ানো শান্তি দূর করে কালো।