বসে থেকে চাতালে
       বলে গেল মাতালে
    বেলা কেন যায় ডুবে অকালে?
কেউ যায় সকালে
       কেউ যাবে বিকালে
    ছলাকলা কতো চলে আড়ালে।


খুঁজি নাই কারণ
       শুনি নাই বারণ
    করে গেছি শুধু অনুসরণ,
বাঁধা হীন চারণ
       স্বেচ্ছাচারি ধারণ
    খুঁজি তারে যে করিবে তারণ।


আগে কভু ভাবিনি
       জীবন বৈতরণী
    দিনরাত পার করা তরণি,
ছোট নয় ধরণী
       আঁকাবাঁকা সরণি
    কোথা পাই জ্বেলে দেয়া অরণি।


ছোট নয় অদিতি
          সু-কঠিন জ্যামিতি
    কুকর্মের অনুকূলে অমিতি,
আলো ছায়া দিধিতি
           মনোহর সুমিতি
    সুখের আবাস গড়ে অনতি।