তোমাতে সঁপিয়া প্রাণ তার প্রতিদান
চাইনি কখনো কভু। অজুহাতে তবু
অকারণে  হাবুডুবু  খেয়ে হই কাবু।
হৃদয়ের   অবদান  ভুলে  অভিমান
অপেক্ষায় মৃয়মান  সদা  অকুলান।
হয়ে আছি কাবু প্রাণবায়ু নিভু নিভু
পড়ে  রই  জুবুথুবু।  নিস্তল  নিলাম্বু
জলে করেছি সন্ধান অমোঘ বিধান।

সদা খুঁজে ফিরি যারে হৃদয় বন্দরে
হানা দিয়ে দেখ প্রিয়। আপন ইন্দ্রিয়
ঐশ্বর্য  বৈভবে  নত  নহে  পরাভবে।
প্রতিনিয়ত তোমাকে পূজিয়া অন্তরে
নিরবে ভালোবাসিয়া কাঁদে প্রাণ প্রিয়।
তব দয়ার স্বভাবে  আস্থা পণ্ড  ভবে।

  {কখখক:কখখক::গঘঙ:গঘঙ}
           (পেত্রার্কীয় সনেট)