মানবিক মেঘেদের কাছে
      চারুকলার পাঠ নিয়ে
         যে মেঘ পারিয়ায়ী,
তার নষ্ট নীড়ে বাঁকা নষ্ট চাঁদ
   হেলান দিয়েছে নিশ্চিন্ত ঘুমে।।


শিল্পী মনের পটে ঝোলা
              বাবুইয়ের নীড়
                    এখন ও
      অনাবাদী জমিতে
            নামিয়ে আনতে চায়
                   ফসলের ওম্...।।


আকাশী পাখার ছায়ায়
     ধরার সোঁদা গন্ধে নেমে আসে
                         শ্বাপদের দল,
         খুবলে খুবল খায়
তাজা তাজা মাংসের টুকরো  ।।


কালিং করা প্রত্নতত্ত্বে
    কঙ্কাল আর কবন্ধের বন্ধু
        তাজা বারুদ আর টোটা
খুলে দিল নিঃশব্দ বিপ্লবের পটভূমি...।।