এই সব অসহায়, ছিন্নমূল মানুষের দল -
দারিদ্র্যে, নিপীড়নে, লাঞ্চনা, অপমানে
           যাদের শরীর আজ ছুঁয়েছে ভূ-তল,
মানুষ দেখে না ফিরে; সমাজের অমোঘ বিধান
এড়িয়েছে চিরকাল ক্ষুধার্তের নিষ্ফল আহ্বান।


জীর্ণ-শীর্ণ দেহে পথের দু'পাশে
কিংবা বড়জোর পর্ণকুটিরে
ওরা সব বেঁচে থাকে। হতাশার দীর্ঘশ্বাসে
মানবতার বাণী নিষ্ফল হয়ে কেঁদে ফিরে।


এই সব হতভাগা, বঞ্চিত, ভীরু, অভিশাপ -
মানুষের অপবাদে শির নত করে কাঁদে;
পঙ্কিল পৃথিবীতে জন্মে সে করেছিল পাপ।
মানুষ দেখে না ভেবে, যারা ছিল মানুষের দাস,
আজকের সভ্যতা ওদের করুণ ইতিহাস।


হয়তো বা ওরা মরে পড়ে থাকে পথের ওপর,
হয়তো কঠিন রোগে মৃত‌্যুর গুণছে প্রহর।
মানুষেরা চলে যায়, কেউ কেউ তাকিয়ে দেখে পাশে,
কখনো ভিক্ষে দেয়, যেন উচ্ছিষ্টটা ফেলে দিয়ে আসে।


এইসব ভাষাহীন, ঠাঁইহীন যাযাবরগুলো
আজীবন ঠকে আসে, কখনো দুঃখে হাসে
কিংবা একাকী কাঁদে, জল তার শুষে নেয় ধূলো।
মানুষ দেখে না ভেবে, বিশ্ব যে ভরে গেছে ঋণে
ঐ সব লাঞ্চিত, ক্ষুধার্তের কাছে দিনে দিনে।


জীবনের যুদ্ধে যারা হেরে গেছে, হারিয়েছে সব -
আশাহীন বুকে ওরা সন্ধ্যার আসরে
                     খুঁজে ফেরে সময়ের ক্ষয়।
পৃথিবীর দেশে দেশে মানুষের চলে কলরব,
ওরা ধুঁকে ধুঁকে পলে পলে মৃত‌্যুর দিক চলে
                     খুঁজে নিতে অনন্ত আশ্রয়!