হতেম যদি হংসমিথুন অমনি করে ভাসতে হ্রদের জলে
শরীরখানা ডুবিয়ে সলিল তলে।
তবে তোমায় সাথে নিয়ে
দূরে নিঝুম দেশে গিয়ে
মনের মতন কুটির বেঁধে সাজিয়ে বুনো ফুলের দলে দলে,
কাটিয়ে দিতাম সময়, প্রেমের ছলে।


হতেম যদি উদাসী মেঘ অমনি করে ভাসতে আকাশ জুড়ে
মনের সাথে চলতে উড়ে উড়ে।
তবে তোমায় সঙ্গে রেখে
দূর আকাশের নীলকে মেখে
উন্মাদনার ঢেউয়ে হিমেল বাতাস জুড়ে ঘুরে ঘুরে ঘুরে,
কাটিয়ে দিতাম সময়, প্রেমের সুরে।
মানুষ থেকে অনেক অনেক দূরে!


(জেনেভা লেকের পাশে বসে রচিত।)