সত্যে-মিথ্যে জানিনে জানিনে শুধু এই জানি প্রিয়,
তুমি যে আমার, শুধুই আমার হয়ে যুগ যুগ জিও।
শত শতাব্দী, সহস্র অব্দি চলে যায় যাক পিছে,
আমাদের প্রেম হারাবে না জ্যোতি, যে যত বলুক মিছে।
জেনেছি তুমি যে আমারই,  আমারই,  আমারই,  আমারই, আমার
নহ আকাশের, নহ পৃথিবীর, কেবলি এ পাঁজরার।
সত্যে-মিথ্যে জানিনে, খুঁজিনে শুধু যে জেনেছি প্রিয়,
যুগে যুগে তুমি আমারই; এ হাতে শুধু হাতখানি দিও।


যদি কোনদিন ফণা তুলে আসে মহাসাগরের ঢেউ,
জেনো আছি আমি, সাত পৃথিবীর থাক বা না-থাক কেউ।