যাও পথিক মুক্ত পথ ধরে।
যেথায় যাবে করিবে
       সেথায় বিচরণ।
রাখিবেনা আমায় স্মরণ ।
আমি যে অনাকাঙ্ক্ষিত পথভ্রষ্ট
                 ক্লান্ত পথিক।
আমার নেই কোন পথের ঠিক।
আমি আশাকে করি চূর্ণ
      ভাষাকে করি ধিক্কার,
আমি কাঁদিতে পারি
       পারিনা করিতে চিৎকার।