ওরে তোরা কই
    পেছনে ঘোর অন্ধকার।
সামনে দুর্গম পথ
    তারপর কৃশানুর ঝংকার,
  দুরন্ত দানবের ছায়া।
ওরে তোরা কই,
করবি না জীবনের মায়া।
  
কোথায় তোদের তরবারি।
তুলে ধর, ধ্বংস কর
   ঐ কুলস আত্মাটারী।
যা হোক তোদের তকদির
  তবুও করবি না নত শির
               তোরা ই বীর।