জীবনের কালবেলায় উপনীত হয়েছি
এইতো সেদিনের শুরুটা
বেশ জমজমাট ছিল
অবুঝ মন,কাথা জড়ানো শরীর
কোমল ছোয়ায় ডুকরে কেঁদে ওঠা।


শৈশব,কৈশোর পেরিয়ে
টানাপোড়েনের সংসার জীবন
আত্নীয়ের বিদায় বিরহে কাতরতা
বড় পুত্র,সোনার প্রয়সী বিয়োগ
তবু কি থেমে রয় চাঁকা?


ঘুরছেই তো ঘুরছে
অসীম ঘূর্নিপাকে কালো মনের জাতাকলে
ট্রেনের শেষ বগিতে দাড়িয়ে ভাবি
হায়রে জীবন
তুই সময় থাকতে কিছুই বুঝলি না।