একটা নিবু নিবু করা প্রদীপ
পুনর্জন্ম পাওয়ার অপেক্ষায়
ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে
ভেসে যেতে অপরিমেয় দিগন্তে।


বায়ুমন্ডল ছাড়িয়ে ট্রপমন্ডলের
ওজন স্তরের দিকে
বিভৎস মুখের পশ্চাৎ পার্শ্বে
যেখানে তটরেখার শেষ প্রান্ত।


ঘাষে ভেজা শরীর
আষ্টে-পিষ্টে বাঁধা ময়দান
যেন,দীঘির জলে কোচড়ি পানার
প্রাচুর্য,সমগ্র আয়তন ঘিরে।


বড় বড় শেগুন,মেহগনির ছায়ায়
জমে থাকা এক পাল রুদ্ধশ্বাস
চাঁপা উত্তেজনা
পলকে-পলকে দৃষ্টি বিনিময়
আড়ালে আবডালে।


লক্ষ মানুষের নিশ্ছিদ্র অপেক্ষা
সময় যেন থমকে আছে
বুকে, কান্নার প্লাবন ঢল
এখনই নামবে অথৈ ঝর্না হয়ে।


তারপর.......
খানিক নিরবতা
নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নেই
চক্ষু জোড়া নিবদ্ধ মঞ্চের ডায়েছে।


ঠিক যা চেয়েছিল জনতা
বুকের চাঁপা গর্জন
আজ বেরুল হুঙ্কার হয়ে
আহত বাঘের তীব্র নিনাদ
ছেয়ে গেল প্রতিটি হৃদয় জুড়ে।


এক নাগাড়ে চলল কথার তুবড়ি
জ্বলন্ত চুলার ভাজা খৈ এর মত
টগবগে ফোটা বালুকা
জনতার ভীড়ে টু শব্দ নেই।


ঠিক যা শ্রবন চেয়েছিল
শোকার্ত,নির্যাতিত আার
অবহেলিত জনঢল
মুখ দিয়ে তাই বেরুল
শব্দের তীব্র গাঁথুনিতে।


এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা।