তুই রাজকন্যা হলি কেন?
চাকর-বাকর কিংবা
কোন সাধারণ প্রজার মেয়ে হলেই ভালো হতো
অন্তত আমার জন্য ভালো।


আমার খুব ইচ্ছে করে
একটা কলমি ফুল গুঁজে দেই তোর খোঁপায়
কয়েকটা আমলকী তুলে দেই হাতে
সারা গাঁও ঘুরে ঘুরে
তোর সাথে গোলাপি আর নীল কথাগুলো বলি
সে সবের কি আর জো আছে?
তোর সাথে থাকে গাড়োয়ান দারোয়ান।


তুই বড় অসাধারণ
খানিকটা সাধারণ হলে ভালো হতো
অন্তত আমার জন্য ভালো।
এই যে প্রাচীরের বাইরে থেকে আমি চিৎকার ছুড়ি
‘Oh princess I am awaiting for  your  response’
প্রাসাদের খাস কামড়ায় কি পৌঁছে সে আওয়াজ?


সাধারণ হলে বড় ভালো হতো
পাখির পালকের মত নরম হাত ছুঁয়ে
কোমল স্বরে বলা যেতো
‘প্রিতুলা, তোকে ভালো লাগে’।