এইখানে পুকুর ছিল এইখানে উঠান
এইখানে পাখিদের ছিল কলতান
এইখানে জামগাছ ওইখানে জারুল
এইখানে ঘনবনে ছিল ভিমরুল।


এই পথ মেঠোপথ ছিল আঁকাবাঁকা
ঝিমঝিম নিরবতা, হিম ছায়াঢাকা
এইখানে মক্তব  এই পাঠশালা
এখানটা মুখর ছিল হলে ভোরবেলা।


এইখানে দিঘি ছিল শান বাঁধা ঘাট
এইখানে ছেলেদের ছিল খেলার মাঠ
এইখানে ডোবা ছিল এইখানে জলা
এই মোড়ে বটতলায়  বৈশাখী মেলা।


এইখানে ক্ষেতভরা ছিল তিল তিসি
এইবনে ডাহুকের ডাক দিবানিশি
এইখানে খাল ছিল এইখানে খেয়া
এইখানে হাট ছিল খই মুড়ি মোয়া।


এইখানে সুখ ছিল নির্মল বাতাস
এইখানে বলাকায় ভরা ছিল আকাশ।  
এইখানে ছোট ঘর টিন দেয়া চাল
এইখানে আমাদের ছিল মায়াজাল।