সূর্যাস্তকালে
পৃথ্বীর মুখ বড় মলিন হয়ে আসে
তার বুকে আঁধার ঘনিভুত হয়
কিন্তু সূর্যের  কোন পরিবর্তন হয়না
যদিও পৃথ্বীর চোখে সূর্যের পরিবর্তন দৃশ্যমান।
কিন্তু সূর্যের কোন পরিবর্তন নেই
তাপের পরিবর্তন নেই, আলোর পরিবর্তন নেই
নিয়ম কানুন মেনে সূর্য জেগে ওঠে অন্য মেরুতে
অন্য কোথাও আলো বিলাতে...


মাথার উপরের সূর্য স্থায়ী নয়, ক্ষণস্থায়ী
তাকে যে স্থির রাখতে চায় সে হয়তো নেশাগ্রস্থ মাতাল
আর  অতি আবেগিও হতে পারে.....