এখন আমার একলা একা দিন কাটে
একলা ছাদে একটা চাঁদ একাই দেখি
এক বরষায় মুষল ধরে বিষ্টি এলে
এক উঠোনে একলা আমি চেয়েই থাকি...


একলা একা বসেই থাকি চা'র টেবিলে
খবর কাগজের একটা অক্ষরও বাদ পড়ে না
মিরেমিরে দুপুর এলে একলা আমি ঘুমিয়ে পড়ি
কিইবা করার? একটুখানি বিরক্ত কেউ করে না


একলা একা মেলায় ঘুরি, একলাই যাই সবখানে
সন্ধ্যে হলে গানের জলসা কিংবা পদ্য পাঠের আসর
একলা গিয়ে একটা আসন একাই দখল করি
মাঝে মধ্যে চেপেই ধরি পাশের শুন্য চেয়ারের হাতল


পার্কে গিয়ে একলা একা বেঞ্চে বসে থাকি
কখনো লেকের স্বচ্ছ জলে মেশাই নোনা জল
বুঝলে প্রিতু, এই একলা আমার ভালোই কাটে
আমার একলা ঘরে একাকীত্বই যোগায় সম্বল।