মাঝে মাঝে মনের কোণে
কষ্ট যখন লুকিয়ে থাকে
ভেবে ভেবে ডুবি আমি
চিন্তার অতল গহ্বরে
কুঁড়ে কুঁড়ে অশান্ত আমি
যন্ত্রণার অবিন্যস্ত সুরে


লেখা কোথায়, শব্দ কোথা হারায়?
বিবেকের হাতছানি
কিংবা মনুষ্যত্ব এর  অনুপস্থিতি
আলো কোথায়, অন্ধকার কেন জয়ী হয়?
তাল-লয় এর মেল-বন্ধন
কিংবা বৃষ্টির অবিরত ক্রন্দন


ভাবায় ...শুধুই ভাবায়
কাঁদায়ও হয়ত
দু' একবার


আর হাতের ডাইরিটাও
পরে থাকে
নির্বিঘ্নে- কষ্টে-হতভম্ব হয়ে


২৬শে নভেম্বর ২০২২