কত দীর্ঘ পথ হেঁটে আসা
কত নির্ঘুম নিলয় প্রহর
অবিরত প্রস্তুতি যেন
ত্রিদিপপানে অভিযাত্রার
আঁকা নকশা যেন


বোধ যখন শূণ্য, নিরুপায়
হতাশা যখন ধুঁকে ধুঁকে কাঁদায়
উড়ন্ত আকাংক্ষা বুঝি একটিমাত্র
পথ দেখায়


নিঃস্বার্থ পৃথিবী এক অলীক কল্পনা মাত্র
নক্ষত্রেরাও স্বার্থ্পর হয়
তবে কি এই সুতীব্র অভীপ্সার শেষ হয়
হীনমন্য দীর্ঘ্শ্বাসে?
তবে কি সহূল জগতকে ঘিরে থেকেই
একদিন মরে যেতে হবে?


হায়! জীবন!
হায়! মৃত্যু!
হায়! কবিতা!
হায়! অভীপ্সা!
হায়! কবিতার সমাধী!


29th August 2019