কত শুদ্ধ ভালবাসার ছোঁয়ায়
নিজের অবয়ব জড়িয়েছি ,
অজানার মায়ার মুখে মুগ্ধ হয়েছি ।
আপন বাগিচায় গোলাপের সুগন্ধ নিজের করে নিয়েছি
কখনো হা হা করে কল্পনার শক্তির বলয়ে ,
হাসির আবছা মৃদু আদর সংবলিত আলিংগন
একান্ত করে নিয়ে হেসেছি ।
তখন ও মনের খোলা জানালা গুলো
একের পর এক শান্তির খোঁজে
নীরবে অপেক্ষা করেছে ।


তাইতো খোলা কেশের বাঁধন হারা
অন্তর দুয়ারে তোমার পথ চাওয়া ,
সুখের জে্রে বস-তি মোর একি
আলত করে ঘন ঝাপটাই উঁকি মারা ।।
বদন খানি ভালোবাসার আচরে
রূদ্ধ স্বর –এ আপন করে ,
জড়িয়ে তারে চুপটি সারে একান্তে আলিংগন করা ।
সবি বোধ হয় কল্পনার বেড়াজালে আটকা পড়ে আছে
দীপ্ত সুরে ।
কত সাধনার কষ্ট খানি বেজায় দুঃখে কষ্টে আমি ।
হাত বাড়িয়ে অপেক্ষা করে ,
দৃষ্টির বেড়াতে বন্দি করে আজ ও আমি তোমার কল্পনায় ।।