নদীর জল- করে টলমল,
কিশোর কিশোরীর- সাতারের দল।
বৃক্ষের তল- পড়ে আছে ফল,
ভক্ষনে তাঁদের গায়ে আসে বল।
মাঠের সবুজ- ফসলের ঢেউ,
হারাবে মন- দেখবে যে কেউ।
পাখিদের সুর- প্রভাতের গান
ভাঙ্গাবে ঘুম, জুড়াবে প্রাণ।
গরুর গাড়ি, কৃষাণের হাসি,
ফুলের সুবাস- বড় ভালোবাসি।
বেতুয়ার খাল- মাঝিদের নাও
কতোনা অপরূপ- আমাদের গাঁও।