সুন্দর স্বর্ণালী সকালে সম্মুখে
স্বপ্নভেঙ্গে সুউচ্চ সকাশে
অবলীলায় অধরাদের হাস্যধ্বণি
খেলে বেড়ায় কর্ণকুহরে ৷
বাতাসে সূর্যরশ্নি তখনও প্রাতরাশ করেনি
দেখা যায় হাওয়ায় দু একটি বাচ্চা পাখিদের উড়ুশিক্ষণ
ড্রেনের দূর্গন্ধরা উকি মারেনি জানালায় তখনও
নিশাচর প্রাণিদের ব্যবচ্ছেদ করা জীবের শরীরের গন্ধ পাইনি ৷
রিমোর্টটিকে শেষ টিপ দেইনি বলে
চলছে ভিনদেশী প্রমাণ টাইমের ম্যান ভার্সাস ওয়াইল্ডের রিপিট শো
মাথার কাছে চ্যাপ্টা এন্ড্রয়েডের ভোঁৎ ভোঁৎ শব্দে চুপচাপ চাহুনি
তখন কেন মনে পড়ছে প্রিয়ংবদার মুখখানা মনে হয় স্বপ্নপরী মতন ৷
ঠাঁওর করি এমন আদুরে হাতের ছোঁয়া লাগে গায়ে
রক্তে বেড়ে যায় হরমোন
ঠিক যেটি প্রতি অনুভব করেছি ঘুমানোর আগে
নিউটনের তৃতীয় সুত্রের প্রমাণ ৷
গডস্ হ্যান্ড ছাড়া তোমারে পাওয়ার উপযুক্ত কারণ দেখিনা
সারাদিন চাকুরীতে মনোনিবেশ আবেগ লুকিয়ে ফেলি
দ্বিপ্রহরে ক্লান্তর সাথে লুকোলুকি খেলে হারিনা কখনও
দ্বিধার বিভাজনে থিতু হয়ে গেলে কেন কেননা?
অল্পদামী আবেগ যেন ব্যবহার করা টিস্যু পেপার
একাই লড়ে যাব সরলপথ আমি তোমাকেই ভালবাসি
দিবে কিনা বলো নিশব্দ নির্বিকার
ওহ কি সুখ আলোকছটার মতো ঝলসে দেয় অন্তস্তচোখ ৷