স্পর্শ করেছি বলেই
জড়ত্বকে চেতনায় বেঁধেছো ।
ইচ্ছাকে বাহন করে
সমস্ত নিষেধের দেয়াল টপকে
যখন বললাম , এই আমি
আমাকে গ্রহন করো
ভয়-লজ্জা-সংকোচের বাঁধন ছিঁড়ে
যখন বাইরে আনলাম
চেতনার সমীহ চোখ দিয়ে
আমাকে দেখলে আপাদ-মস্তক ।
কিছু আশ্বাস কিছু সন্দেহের দোলায়
দিনের পর দিন দোল দিয়ে
অগ্নিপরীক্ষা নিয়েছ আমার ।


এখন তুমি পথ চেয়ে থাকো
অপেক্ষার হাত ধরে ,
প্রশ্রয়ের মহীরূহ ভেবে
বেঁধেছো প্রত্যয়ী শৃঙ্খলে ॥