সহ্য করতে করতে যখন ভেঙেছে
ধৈর্য্যের কঠিন বাঁধ - -
তবে কেন আর চুপ করে থাকা,
মিথ্যের বোঝা বয়ে কি লাভ!


নতুন উপলব্ধির ভিতর
আলোকিত দিশার সন্ধান পেয়ে
ভিতরে ভিতরে গর্জন কোরো না আর ;
সমাজ, সংসার সবই তো মানুষের গড়া
মনের পায়ের বেড়ি ছিঁড়ে - -
চলে যাও প্রত্যাশিত ইচ্ছার ভিতর।


একটাই জীবন জেনে
ভরিয়ে দাও প্রিয়তম ইচ্ছার শরীর--
সুখ-শান্তির মোহনীয় আবেশের ভিতর
ডুব দাও অকপটে।
ভুলে যাও অতীত কথা
যেখানে জন্ম দাগ ছুঁয়ে আছে ॥