জল গড়িয়ে যায়
নদীর বুকে নারীর চোখে,
জোয়ার এলে
নদী হাসে নারীও হাসে
জোয়ার নেমে গেলে
নদী কাঁদে নারীও কাঁদে
নদীর বুকে নারী আছাড় খায়
নারীর বুকে নদী - -
একজনের জন্য অন্যজন
নাহলে সব অর্থহীন হয়ে যায়।
সময়ের আঁকা বাঁকা স্রোতে
সমস্ত দুঃখ কষ্ট হজম করে
কুল ভেঙে গড়ে ওঠে অন্যকুল
চোরা স্রোতে দোল খায় জীবনের নদী
সম্ভাবনার ভাবী বীজ
আশার আলো হয়ে ফুটলে
খুশিতে ভরপুর হয় দুইজন।
নদীর মতো নারীও
পাল্টে দেয় সময়ের গতিপথ।


নারী নদী হয়ে গেলে
একাকার হয়ে যায় দু'জনায়।।