যেতে যেতে ফিরে এলি যে
তোরই খোঁজে
ভেঙেছি নিয়ম শৃঙ্খল,
সমস্ত ঝড়-ঝাপটা গায়ে মেখে
সূর্যকে আড়াল করার মতো
তোকে দিয়েছি প্রশ্রয় ।


চাঁদ ধরতে গিয়ে
আকাশে বাড়িয়ে হাত
কেন প্রতিবাদী ঢেউ তুলিস;
নিজেকে ঘিরে যত অন্বেষণ
সে কি ম্লান ভাবনার বিকৃত ক্ষুধা !
নাকি হতাশায় স্থবির হওয়া
জরাগ্রস্ত সময়ের মিথ্যাচার !