সময়টা হাত বদল হয়েছে।


দ্যাখো, দক্ষিণটা কিভাবে ঘুরে গেছে উত্তরে-
কিছু স্বাধীনতা পকেট বন্দি হল
যার কোনো সংস্করণ হবে না।


তোমার গোছানো মায়াবী কথায়
এখন চিড়ে ভেজা অসম্ভব;
বদলে গেছে রঙ, চিত্রকলা
গাছেদের ফুল ফল সব
কেমন অদ্ভুত গিরগিটি রঙ মাখছে।


কেন বেঁধে রাখো নিজেকে - -
পুরানো পোষাকের মায়ায়!
বরং হাতে তুলে নাও - -
প্রলম্বিত মুহূর্তের প্রবহমান সময় ॥