রাত্রির নিস্তব্ধ বুক জুড়ে
অন্ধকারের ঘুটঘুটে চাদর বিছানো,
বুকের ভিতরের নিসঙ্গতা যেন
রাত্রির নিদারুণ একাকীত্ব।


বিনিদ্র দু'একটা দুরন্ত শব্দ
রাতের নিস্তব্ধতা ভেদ করে
হঠাৎ আমার পাশে এসে থামে,
এভাবে একটার পর একটা শব্দ
আমাকে ঘিরে ধরে
ঘাড়ের উপর উষ্ণ নিশ্বাস ফেলে,
মাঝে মাঝে বিকট আওয়াজে
ভেঙে যায় রাতের নিদারুণ স্বব্ধতা।


অন্ধকারের গভীরে যেভাবে
বাঘের গ্রাসে একাকী হরিণ নিরুপায়,
সমস্ত আমিত্বকে ঘিরে ধরে
শব্দেরাও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে ॥