ঘুম  ভাঙ্গা ভোরে  বসন্তের আগমনী সুর
মাঘের শেষের মৃদু শীতে গাছে গাছে সোনালী মুকুল;
বসন্ত ভেবে এই মাঘের ভোরে এক কোকিল গেয়েছে  গান
কেন যে  তোমায় মনে  পড়ে  দিনে -রাতে অবিরাম!


শীত শীত ভোরে আকাশে আজ- একী রঙের খেলা
বুকের ভেতর  নীল জলে তীব্র স্রোতের মেলা;
ধুলোপড়া, বিবর্ণ এ শহরে হঠাৎ  কিসের উৎসব?
তুমি আসবে বলে কি চারিদিকে সাজ সাজ রব?


কেন যে তোমায় মনে পড়ে বারে বার
তুমি তো আমার কেউনা ; না-কি কেউ- ভেবেছ কি একবার?
মাঘের  শেষে  এই   প্রাক্‌বসন্ত ভোরে
এস হে  প্রিয়তম - তোমার জন্য আমার বড্ড  মন পুড়ে !

© তাসকিন ফাহমিনা ৯/২/১৬