দরজা জানালা ভাঙ্গা ভীষণ ঝড়ের মত-
আচমকা এসেছিল অনেকখানি জ্বর -
মরুভূমিতে যেমন করে মরুঝড় উঠে
সাঁই সাঁই করে তেমনি  
তাপমাত্রা এসে ঠেকল ১০৪ দশমিক ৫ এ!


শুষ্ক নদীর মত জ্ব্ররতপ্ত ঠোঁট-
যেন পুড়ে যাওয়া কালচে পাখির পালক;
সময় এখান নষ্ট ঘড়ির কাঁটা-
ওষুধ পথ্য সব মিছে করে
ক্রিকেট খেলে চলেছে মহাসমারোহে জীবাণুরা !


তপ্ত শরীর -ক্লান্ত চোখের পাতা
এলোমেলো মন অভিমানে মাখা-
ঘোরলাগা বিকেলে কার পায়ের শব্দ?
একখানি ঠান্ডা হাতের স্পর্শ –   প্রিয় কণ্ঠস্বর
জ্বর নেই আর- তাপমাত্রা ৯৮ দশমিক ৪!


© তাসকিন ফাহমিনা; ১৮ই জানূয়ারী ২০১৭