কেন আজো তোমার অস্তিত্ব দ্বিখণ্ডিত?
কেন শতচূর্ণ  বিস্তির্ণ আকাশগঙ্গার এমাথা থেকে ওমাথায়?
কেন ভেঙে চুরমার করে একলা আকাশ?
ক্লেদাক্ত বর্ষায় ভিজিয়ে দেয় এ বোহেমিয়ান অরণ্য।


সহস্র শতাব্দী কেটে যায়; তবু কেন তৃষ্ণা মেটে না?
তোমার ঘর্মাক্ত চিবুকে, উদভ্রান্ত দৃষ্টিতে রাজ্যের নেশা  করে ভর।
তোলপাড় আজ মহাকাল,
তোলপাড়...!!!


পৃথিবীর শেষ প্রান্তে ঘুমিয়ে পড়েছে ভয়ার্ত সূর্যেরা
ঐতো ঐ নেমে আসছে মরুরাত্রি।
কাপুরুষদের  নগ্ন অশ্লীলতায় ঢাকা পড়ছে চারদিক।
চাঁদের আলোয়  বেড়িয়ে আসছে নাগিনীরা ঐতো খোলস ছেড়ে।


একদিন ঘুমাবে তুমি তারপর;
জেনে রেখ তোমার লাশ ছোঁবে না ঐ হায়েনার দল,
ছোঁবে না তোমায় পৃথিবীর শেষ মানুষটাও।
চুরমার হবে সবকিছু...চুরমার...!!!