তার ছায়ায় ম্লান হবার প্রতীক্ষায়,
কেটে যাবে এক হাজার বসন্ত।
শুন্য তেপান্তরে হবে মিথ্যে লুকোচুরি খেলা।
ছুটে  যাব ভেজা রঙধনুর এমাথা থেকে ওমাথায়;
ঐ চুলের ঘ্রাণ রক্তে মেশাব আরো একবার।


তার ছায়ায় ম্লান হবার প্রতীক্ষায়,
শুকিয়ে যাবে সোমেশ্বরি!  
গোড়ালি ভেজা পানিতে হবে কাদা ছোড়াছুঁড়ি।
শুকিয়ে মরু হবে মহাবন, পীট হবে মহাবট।
তৃষ্ণার্ত কাক কিংবা বুড়ো চাতক হয়ে বৃষ্টির অপেক্ষায়;
চুমু খাব তার ভেজা চিবুকে আরো একবার।


তার ছায়ায় ম্লান হবার প্রতীক্ষায়
নিভে যাবে নক্ষত্রের দল, নিভে যাবে পৃথিবীর সব আলো।
ওলটানো পিরিচের ওপর জমা হবে মৃত মোমেদের স্তুপ।
পৌষের শেষ রাত, তবু রইব জেগে;
তোমার উষ্ণতায় নেব আশ্রয় আরো একবার।


তার ছায়ায় ম্লান হবার প্রতীক্ষায়,
ঘুমিয়ে যাবে পাখিরা আর সব ব্যার্থ প্রেমিকের দল।
মধুসূদন রইবে ডুবে নির্জলা বোতলে।
ঘুম ভাঙবে তার ফিসফিস আহ্বানে;
মাঝরাতে ধরব জোনাক আরো একবার।


তার ছায়ায় ম্লান হবার প্রতীক্ষায়,
নিশ্বেষ হবে কলমের কালি, ফুরিয়ে যাবে সব কবিতা।
মৃত কবিদের অমনিবাসের পাতায় খুঁজব তাকে।
শুনব তার ণিক্কন এ বদ্ধ চিলেকোঠায় বসে;
এক আকাশ তারার নিচে রইব শুয়ে আরো একবার।