তোমরা যারা ভালোবাসতে পারনি আজো,
তারা বরং একটা কোলবালিশ বিয়ে কোরো।
হানিমুনের সেল্ফি দিয়ে হোমপেজটা রঙিন কোরো;
শ'খানেক লাইক পেয়ে মুচকি হেসে ভেবো,
এইত ভালোবাসতে শিখে গেছি বেশ।


তোমরা যারা ভালোবাসতে পারনি আজো,
তারা বরং সুন্দর একটা কোলবালিশই বিয়ে কোরো।
যদি ভুল করে কোন মানুষকে বিয়ে করে ফেলো!!!
তাই একটা মোটা শেকল কিনে রেখো।
ভালোবাসতে একদিন যারা ভয় পেয়েছিলে কাপুরুষের মত,
সু্যোগ বুঝে আজ তারাও বীরপুরুষ বনে যেয়ো।
রোমিওর একটা খোলস পড়ে ঘুরে বেড়িও আশপাশ;
কোলবালিশটা নাহয় বাড়িতেই থাক।


তোমরা যারা ভালোবাসতে পারলেনা আজো,
ফুলেল একটা কোলবালিশই বিয়ে কর নাহয়।
কান্নাকাটির কোন বালাই নেই,
নেই চোখে চোখ রেখে রাত জাগা,
কিংবা ঠান্ডা লাগার ভয় বৃষ্টিতে ভিজে;
কোলবালিশটাই তাই বেশ হবে।


তোমরা যারা ভালোবাসতে পারনি আজো,
তারা বরং দামী একটা কোলবালিশ বিয়ে করে ফেলো।
খেরোখাতায় অংক কষে,
ও'বাড়ির সম্পত্তির হিসেব বুঝে ,
ছাদনাতলায় রুমালমুখে টুপ করে বসে পড়ো।
বছর বিশেক পর একদিন ঠিক আয়নায় তাকিয়ে মুচকি হাসবে,
আর ভাববে, "হিসেবটা বেশ পাক্কাই ছিল সেদিন তাহলে!"


তোমরা যারা ভালোবাসতে পারো না,
তারা বরং ইট-কাঠ-পাথর ভালোবেসো;
কিংবা এক টুকরো জমি,
কিংবা এক হালি ছানাপোনা,
কিংবা বেঁচে থেকো ক্যালকুলেটর  হয়ে।


তোমরা যারা ভালোবাসতে পারনি এবং পারবেও না,
তারা বরং একটা কোলবালিশকেই খুঁজে বের কোরো।
কিংবা কোলবালিশ হয়েই কাটিয়ে দিও এ জীবনটা।
আর ভুল করে যদি কখনো তাকে ভালোবেসেও ফেলো,
জেনো রেখো সে কেবলি এক কোলবালিশ - ছিলনা কখনো।