সমুদ্রকে ভয় পেয়ে আর কতকাল পালিয়ে বেড়াবে তুমি?
এবার নাহয় ভেজালে পা এ অগভীর নোনা জলে,
এতটুকু পথ নাহয় হেঁটে গেলে এ মায়াবী সৈকত ঘেঁষে,
আবার নাহয় ছেঁড়া হলো নুপুর সাতরঙা তীক্ষ্ণ প্রবালে।


সত্যিই কি কিছু নেই দেয়ার আজ তোমাকে আমার?
শোনাতে কি পারতাম না তোমায় সেই  জলপ্রপাতের গান?
চেনাতে কি পারতাম না সেই জ্যোৎস্নাভেজা সৈকত?
হাঁটতে কি পারতাম না আরো একটু পথ?
হয়ে নীল শঙখচিল;
যার ডানায় ভেসে উড়ে যেতাম নীল আকাশ ছাড়িয়ে,
অনেক অনেক দূর।


একমুঠো সাগর কিংবা নীলে ভেজা দিগন্ত
ছুঁড়ে  ফেলো আস্তাকুঁড়ে ,  যদি না ভালো লাগে আজ।
হারিয়ে যেও কংক্রিট অরণ্যে
কিংবা মিশে যাও ঐ নিয়ন কুঁয়াশাতে;
অপাংক্তেয় থাকুক নাহয় ঐ একলা আকাশ।
কিংবা জলের দামে - বেঁচে দিও ঐ ভাঙ্গা চাঁদ;
ঘুম ভেঙ্গে জেগে উঠো আরো একবার,
আনকোরা মুঠোফোনের মিষ্টি কোন সুরে।


হাজার শীত পেরিয়ে ঠিক ঘুম ভাঙবে একদিন;
অবাক চোখে চেয়ে দেখবে বদলে যাওয়া চারপাশ।
খুঁজবে অচেনা আকাশ, এক বিকেল ঝড়ো বাতাস;
বিহ্বল,  বিস্মৃত তুমি খুঁজবে কোন নির্জন জলপ্রপাত;
তারপর দীর্ঘশ্বাস।
অনুশোচনাহীন তবু অনুতপ্ত,
শূন্যতা নেই কিন্তু অতৃপ্ত;
এক জোড়া চোখ নিয়ে বেঁচে থেকো সেইদিন,
বেঁচে থেকো আরো কিছু বসন্ত।